Skip to main content
Profile image of Misuk Roy, Userhub alumni

Misuk Roy

আমার ডিজাইন নিয়ে কাজ করার ইচ্ছাটা জন্মায় ২০১৫ সালের শেষের দিকে। ২০১৬ সালে কিছু কোর্সও সম্পন্ন করি এবং শিখি কিছু গতানুগতিক সফটওয়্যার। কিন্তু ডিজাইন বা ডিজাইনের প্রসেসটা কোথাও শিখতে পারি নি। এবং ডিজাইন বলতে বুঝতাম ফটোশপ, ইলাস্ট্রেটরের মত সফটওয়্যার গুলিকেই। কিন্তু যখন মার্কেটপ্লেসে কাজ করতে ঢুকলাম তখন বুঝলাম এভাবে চলবে না, প্রকৃত ডিজাইনটা এবার শিখতে হবে। অতঃপর ইউজারহাবে (Userhub) এ এডমিশন টা নিয়েই নিলাম ৷ যখন ক্লাশ শুরু হল তখন বুঝতে পারলাম এতদিন ডিজাইন বলতে যেটা শিখে এসেছি সেটা আসলে ডিজাইন না৷ ইউজারহাবে এসেই প্রথম শিখলাম ডিজাইনের জন্য কিভাবে Rationale বানাতে হয়, কিভাবে ইনফরমেশন ডিজাইন করতে হয়, ডিজাইন প্রিন্সিপাল সহ আরো অনেককিছুই। এবং এগুলো দিয়ে কিভাবে মানবকেন্দ্রিক ডিজাইন করতে হয় সেটাও শিখলাম এই ইউজারহাবে এসেই। এককথায় যদি বলি, তাহলে বলব ডিজাইন বলতে যা বুঝায় তা ইউজারহাবেই শিখেছি৷